পাবনার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশাসহ একাধিক গাড়িতে গণডাকাতির ঘটনায় তদন্তে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৩ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাঁথিয়া থানায় প্রেস ব্রিফিং করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পিপিএম বার, পিএইচডি।
ডিআইজি শাহজাহান জানান, ডাকাতদের অবস্থান ও তাদের উৎস চিহ্নিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের আশ্বাস দেন তিনি। তদন্তে পুলিশের সিআইডি, পিবিআইসহ বিভিন্ন ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল বিলের মাঝখানে হওয়ায় ডাকাতরা সহজেই পালিয়ে যেতে পেরেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ইতিপূর্বে সংঘটিত ডাকাতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজনদের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে, যারা জেল থেকে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়েছে, তাদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (অপরাধ) টুটুল, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাত দেড়টার দিকে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়কের ছেঁচানিয়া কালভার্ট এলাকায় ডাকাত দল সড়কে গাছ ফেলে বেশ কয়েকটি যানবাহনে ডাকাতি চালায়। এ ঘটনায় পাবনা সদর উপজেলার প্রবাসী শাহিন মণ্ডল বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করেছেন। তবে, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।