২১ এপ্রিল ২০২৫, সোমবার, ০৩:০৯:২১ অপরাহ্ন
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেপ্তার আরও ২
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২৫
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুন : গ্রেপ্তার আরও ২

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরে হড়গ্রাম এলাকার র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর তলায়মারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া (২৮) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। এরমধ্যে নান্টু মিয়া এই হত্যাকাণ্ডের মূল হোতা। আর খোকন মিয়া এই মামলার তিন নম্বর আসামি। তাদের শুক্রবার গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার পরে গোপনে ভ্যানযোগে নওগাঁর উদ্দেশে রওনা দেন। এরপর ভ্যানচালকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে রাতে আশ্রয় নেন। এরপর গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সকালে আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, শুক্রবার বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে রুমেল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া রুমেল তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।



শেয়ার করুন