০৪ মার্চ ২০২৫, মঙ্গলবার, ০৫:৪০:২৫ অপরাহ্ন
রাজশাহী শহরের প্রধান সড়কে ময়লার স্তূপ, বাড়ছে ভোগান্তি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৫
রাজশাহী শহরের প্রধান সড়কে ময়লার স্তূপ, বাড়ছে ভোগান্তি

শহরের প্রধান সড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপ পরিবেশ দূষণের পাশাপাশি নাগরিক জীবনে ভোগান্তি সৃষ্টি করছে। সম্প্রতি রাতের এক চিত্রে দেখা গেছে, আধুনিক স্ট্রিট লাইটের নিচে ঝলমলে সড়কটি এক পাশে পরিষ্কার থাকলেও, অপর পাশে বিপুল পরিমাণ আবর্জনার স্তূপ জমে রয়েছে।


স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নিয়মিত পরিচ্ছন্নতার অভাবে ময়লা জমতে জমতে রাস্তাজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এতে একদিকে যেমন পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।


এক বাসিন্দা বলেন, "প্রতিদিন এখানে ময়লা ফেলা হচ্ছে, কিন্তু পরিষ্কারের কোনো উদ্যোগ দেখা যায় না। এতে করে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং আমাদের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে।"


পরিবেশবিদরা বলছেন, যদি দ্রুত এই সমস্যা সমাধান না করা হয়, তাহলে এলাকাটি আরও দূষিত হয়ে উঠবে এবং স্থানীয়দের জন্য স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।


স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তবে নাগরিকদের দাবি, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করে শহরের সৌন্দর্য ও বাসযোগ্যতা ফিরিয়ে আনা হোক।

শেয়ার করুন