১২ মার্চ ২০২৫, বুধবার, ০৭:৫০:৫২ অপরাহ্ন
রাজশাহীতে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৫
রাজশাহীতে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট

৫ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির পাশাপাশি বহির্বিভাগের জরুরি চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।


বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ডাক্তারদের ধর্মঘট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইন্টান চিকিৎসকরা।


এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সাথে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।


আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সব ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে, দাবি না আদায় হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।


ইন্টান চিকিৎসকদের দাবি সমূহ হচ্ছে-


এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রী ব্যতিত কেউ নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার না করা,

বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা,

স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করা,

এমটিএস ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ করা ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন,

দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ করতে হবে

ডাক্তারদের বিসিএসের বয়স সীমা ৩৪ বছর পর্যন্ত করার দাবিতে ইন্টান চিকিৎসকদের এই কর্মসূচি। আগামীকাল বৃহস্পতিবার রায় নিয়ে কোন তালবাহানা করলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে হল ঘোষণা দেন শিক্ষার্থীরা।


শেয়ার করুন