ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে ফোনে হুমকির জেরে একটি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালে বাণিজ্য নগরীর ওই হোটেলে বোমা রাখা রয়েছে বলে ফোন করে এক ব্যক্তি হুমকি দেন। খবর আনন্দবাজার পত্রিকার।
হোটেলে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানান, হোটেলের চার জায়গায় বোমা রাখা রয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে পাঁচ কোটি টাকা দিতে হবে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
প্রসঙ্গত, কয়েক দিন আগে ২৬/১১-এর ধাঁচে আবারও মুম্বাইয়ে জঙ্গি হামলা চালানো হবে বলে পাকিস্তানের একটি নম্বর থেকে মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি দেওয়া হয়েছিল।
এ ঘটনার কিছু দিন আগে, মুম্বইয়ের অদূরে রায়গড় উপকূলে পরিত্যক্ত একটি নৌকা থেকে অস্ত্র উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পাওয়া গিয়েছিল একে-৪৭ রাইফেল। রায়গড়ের হরিহরেশ্বর সৈকতের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্রসহ ওই নৌকা। এই ঘটনাপ্রবাহের আবহে মুম্বাইয়ের হোটেলে বোমা হামলার হুমকি নতুন করে আতঙ্ক তৈরি করেছে।