১৫ মার্চ ২০২৫, শনিবার, ১০:২৬:৫২ অপরাহ্ন
গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৫
গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে রয়েছেন জামালপুর সদর থানার রামনগর সোনিয়াটেকি এলাকার চানমিয়ার ছেলে সিএনজি চালক ওবায়দুল (৪০)।


বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কালিয়াকৈর থেকে ইটভর্তি একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি নামাশুলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।


অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


কালিয়াকৈর থানার উপপরিদর্শক এস আই কামরুল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 


সূত্র: কালের কণ্ঠ


শেয়ার করুন