সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় বাহাদুর সেখ (৪০) নামের এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো আটজন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৯ আগস্ট) দুপুরে পাবনা-ঢাকা মহাসড়কের উপজেলার বাঘাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাহাদুর সেখ (৪০) শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকার গনি সেখের ছেলে।
ওসি আব্দুর রউফ জানান, শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক বাহাদুরের মৃত্যু হয়।
এ সময় সিএনজি ও অটোভ্যানে থাকা কমপক্ষে আরো আটজন যাত্রী আহত হয়েছেন।
তিনি আরো বলেন, ‘শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। আহতদের শাহজাদপুরের পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’