০৫ এপ্রিল ২০২৫, শনিবার, ০৬:১০:৫৩ অপরাহ্ন
বিমানের টিকিট নিয়ে সিন্ডিকেট আর থাকবে না : ধর্ম উপদেষ্টা
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৫
বিমানের টিকিট নিয়ে সিন্ডিকেট আর থাকবে না : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ও ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই।


শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি বলেন, এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিতে হবে। তিন দিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, ত্রিগুণ দাম বাড়িয়ে দেবেন; এটা আর হবে না। এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।


ধর্ম উপদেষ্টা বলেন, সারা দেশে এরই মধ্যে সাড়ে তিনশ মডেল মসজিদ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এসব মডেল মসজিদ নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকার এ বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, কক্সবাজারে সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে বহুদিন ধরে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বোঝাবুঝি নেই।


শেয়ার করুন