সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধলেশ্বর গ্রামে মশার কয়েল থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পাঁচটি গরু দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে গরুর মালিক খোকা আকন্দ (৫৫) দগ্ধ হয়েছেন। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) গভীর রাতে রায়দৌলপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ভাই শফিকুল ইসলাম শফি জানান, কয়েল থেকে গোয়ালে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি গাভি মারা যায়, দুটি গরু জবাই করতে হয় এবং আরও দুটি গুরুতরভাবে দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে তার ভাই গুরুতর দগ্ধ হন। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল সালাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ টাকা হলেও মালিকের দাবি অনুযায়ী তা ৭-৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে।