০৭ এপ্রিল ২০২৫, সোমবার, ১০:৪৬:১৭ অপরাহ্ন
এসএসএফের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ ক্রোক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২৫
এসএসএফের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ ক্রোক

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ মিলেছে। এছাড়া ঢাকা মহানগরে দুটি ফ্ল্যাট, একটি প্লটসহ ৬৯ দশমিক ৭৯ শতক জমি ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত।


রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।


দুদক সূত্র জানায়, আদালতে দুদকের পক্ষ থেকে মুজিবুর রহমানের সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করা হয়। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. সিরাজুল হক ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ ক্রোকের অনুমতি চেয়ে এ আবেদন করেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

 

দুদক সূত্রে জানা যায়, এসএসএফের সাবেক মহাপরিচালক এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে এক কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা রয়েছে। এর মধ্যে মুজিবুর রহমানের ২৪টি ও তার স্ত্রীর ১০টি হিসাব রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

 

ক্রোক হওয়া সম্পদের মধ্যে মুজিবুর রহমানের নিজ নামে থাকা মিরপুরের মাটিকাটায় ৪ হাজার ৫০ বর্গফুটের কটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা একটি প্লটসহ খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের জমি ও স্ত্রীর নামে থাকা ক্যান্টনমেন্টের সাহারা এলাকায় একটি ফ্ল্যাট, বাউনিয়া এলাকায় ৭টি দলিলে জমি রয়েছে।


শেয়ার করুন