১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ০৩:৫৩:৫৭ অপরাহ্ন
অবশেষে ম্যাজিক দেখালেন ধোনি, হারের বৃত্ত ভাঙল চেন্নাইয়ের
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২৫
অবশেষে ম্যাজিক দেখালেন ধোনি, হারের বৃত্ত ভাঙল চেন্নাইয়ের

লক্ষ্ণৌয়ের বিপক্ষে মাঠে নামার আগে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, ‘ধোনি জ্যোতিষী নয়, তার কাছে কোনো জাদুর কাঠি নেই, যে তা ঘষে আমরা জয়ের দেখা পেতে পারি।’ তাছাড়া ধোনি ম্যাজিকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছিলেন সমর্থকরা। কোচের এই কথাই কিনা তাতিয়ে দিয়েছিল ৪৩ পেরোতে চলা ধোনিকে কে জানে-তবে মাঠে তেমনই আঁচ মিলেছে। ম্যাজিক দেখিয়েছেন ধোনি। বুড়ো ধোনির কাঁধে ভর দিয়েই টানা হারের বৃত্ত ভেঙেছে চেন্নাই। জয় পেয়েছে ৫ ম্যাচ পর।


হারের বৃত্ত ভাঙতে লক্ষ্নৌকে ১৬৬ রানে আটকে রেখে ধোনির ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩ বল আগে ৫ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে চেন্নাই। অথচ, এদিন ধোনি ম্যাজিক না দেখালে আরও একটা হার লেখা হয়ে গিয়েছিল চেন্নাইয়ের কপালে।


আইপিএলে লক্ষ্ণৌয়ে হওয়া এই ম্যাচে শুরুতে ব্যাট করে স্বাগতিকরা। দলের হয়ে ৫৯ বলে ৬৩ রান আসে অধিনায়ক ঋষভ পান্তের ব্যাট থেকে। বাকিরাও সেই অর্থে বিধ্বংসী ইনিংস খেলতে পারেনি। যেখানে চেন্নাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৬ রানের বেশি তুলতে পারেনি লক্ষ্ণৌ।


লক্ষ্যটা তুলনামূলক ছোট হলেও টানা হারতে থাকা ও এই উইকেটে কাজটা মোটেও সহজ ছিল না চেন্নাইয়ের জন্য। দুই ওপেনার শাইখ রাশেদ ও রাচিন রবীন্দ্র ২৭ ও ৩৭ রান করে সাজঘরে ফিরলে শিভাম দুবে ব্যাট করেছেন রয়েসয়ে। তাতে চাপ বাড়ছিল ধোনির দলের ওপর। অবশেষে দায়িত্বটা কাঁধে তুলে নিলেন ধোনি নিজেই। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুললেন। ১১ বলে ১ ছক্কা ও ৪ চারে ২৬ রানের ইনিংস খেলে দলকে জেতালেন এই ব্যাটার। অপর প্রান্তে দুবে ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন।


জয় পেলেও পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পাল্টাতে পারেনি চেন্নাই। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা। অন্যদিকে লক্ষ্ণৌয়ের অবস্থান ৪ নম্বরে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। একই পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে গুজরাট।


শেয়ার করুন