২১ এপ্রিল ২০২৫, সোমবার, ০৩:০৯:২৪ অপরাহ্ন
রাজশাহীতে থানার কাছেই চোখে মরিচের গুড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৫
রাজশাহীতে থানার কাছেই চোখে মরিচের গুড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহীতে এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশার যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।

টাকা খোয়ানো ব্যক্তির নাম দিলীপ কুমার প্রমাণিক। তিনি রিলায়েন্স অটো নামের একটি অটোরিকশা যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা তিনি কুমারপাড়া চালপট্টি এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রোববার সকালে সেই টাকা নিয়ে শিরোইল ঢাকা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।


দিলীপ কুমার বলেন, রিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছালে হঠাৎ পাশের একটি সরু গলির দিকে মোড় নেয়। তখনই মোটরসাইকেলে থাকা দুজন এসে রিকশার সামনে ব্যারিকেড তৈরি করে। এ সময় একজন দিলীপের চোখে মরিচের গুঁড়ার মতো কিছু একটা ছিটিয়ে দেয়। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে এলে ছিনতাইকারীরা তাঁর পিঠে ঝোলানো ব্যাগ টানতে শুরু করে। প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা দিলীপকে ছুরিকাঘাত করে। এতে তাঁর ডান কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে যায়। ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়। পরে ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রিকশাচালক ঘটনার পর কোনো ভাড়া না নিয়েই পালিয়ে যান। ফলে তাঁর ভূমিকা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ ঘটনাস্থলে যান। তিনি বলেন, দিলীপ দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠানে আছেন এবং অত্যন্ত বিশ্বস্ত একজন কর্মী। প্রতিদিনই তিনি এভাবে টাকাগুলো নিয়ে দোকানে আসেন। কীভাবে এই ঘটনা ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না।

ঘটনার পরপরই বোয়ালিয়া থানার পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, তাঁরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তে কাজ করছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন