৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:২২:১৪ অপরাহ্ন
রাজধানীর ২২ মোড়ে বসছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২৫
রাজধানীর ২২ মোড়ে বসছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি

রাজধানীর সড়কে যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। ঢাকা উত্তর ও দক্ষিণের চারটি মোড়ে শিগগিরই শুরু হবে আনুষ্ঠানিক যাত্রা। ১৮ কোটি টাকা খরচ করে মোট ২২টি স্থানে বসানো হবে এসব বাতি। 


বিশেষজ্ঞরা বলছেন, সিগন্যালের ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে কোনো গাড়ি থামাতে বা পার্কিং করতে দেবে না পুলিশ। এ রকম ছয়টি সুপারিশ বাস্তবায়ন হলেই সুফল পাবে নগরবাসী। রাজধানীর ইনটারকনটিনেন্টাল হোটেলের সামনের ট্র্যাফিক মোড়ে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে দেশীয় প্রযুক্তির সংকেতবাতি।


ট্রাফিক পুলিশেরা বলছেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সর্বশেষ সংযোজন স্বয়ংক্রিয় এসব সিগন্যাল বাতি। পুলিশ বক্সের ভেতরে রয়েছে কন্ট্রোল বোর্ড। এর মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হবে। ঘণ্টার পর ঘণ্টা যানজটের স্থবিরতা কাটাতে সড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকলে সনাতন পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করা যাবে এসব সিগন্যাল বাতি। পরিস্থিতি দেখে অপারেটরকে নির্দেশনা দেবেন ট্রাফিক পুলিশ।


এই সিগন্যাল পদ্ধতি তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা। বুয়েটের গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান বলেন, এসব বাতি নষ্ট হলে দ্রুত মেরামত করা যাবে। এ পদ্ধতি কার্যকর করতে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া ছয় দফা সুপারিশ বাস্তবায়ন করতে হবে।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, গোটা রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আপডেট করা হচ্ছে। গুলশান থেকে তেজগাঁও পর্যন্ত থাকবে এআই পরিচালিত বাতি। প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণে দুটি করে চারটি মোড়ে বসছে এসব সংকেতবাতি। এরমধ্যে উত্তরে ১৪টি এবং দক্ষিণে আটটি থাকবে। এরইমধ্যে শেষ হয়েছে কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামটর ও ইনটারকনটিনেন্টাল মোড়ের কাজ।


শেয়ার করুন