০৯ মে ২০২৫, শুক্রবার, ০৬:৩০:১৭ অপরাহ্ন
খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২৫
খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ খান টিটুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তাকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়ি থেকে আটক করা হয়। 

বদলগাছী থানা পুলিশ টিটুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাগর চৌধুরী নওগাঁ জেলায় ‘জনি গ্রুপ’ নামের একটি রাজনৈতিক গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনীতি করে আসছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আবদুল ওয়াহেদ খান টিটুকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন