১৩ মে ২০২৫, মঙ্গলবার, ০১:৫৫:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৫
রাজশাহীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

রাজশাহীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার বিকেলে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার ছিল ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।


এদিকে আজ ভোরে রাজশাহীতে ১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিও হয়েছে। এই বৃষ্টি হওয়ায় ও আকাশে মেঘ থাকায় তাপমাত্রা হঠাৎ কমে গেছে বলে আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। নগরের চৌদ্দপায় এলাকায় কাজ করছিলেন ফাইদুল ইসলাম। তিনি বলেন, গত দুই দিনের তুলনায় তাপমাত্রা মনে হচ্ছে কমে গেছে। আজ শরীরে অতটা রোদ লাগছে না।


রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে ৬ মে ৪৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ওই সময় তাপমাত্রা কমে যায়। এরপর ৭ মে থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। সর্বশেষ গত দুই দিন রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ চলেছে। গতকাল রোববার তা ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়। তবে আজ ভোরে বৃষ্টি হওয়ায় তাপ কমেছে।


রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. রহিদুল ইসলাম বলেন, সকালে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে। দেশের অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে সে তুলনায় রাজশাহীতে কম। এই বৃষ্টি ক্ষণস্থায়ী।


শেয়ার করুন