রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদের অযাচিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক ও সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজা গণমাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রদান করেছেন। সোমবার (১৯মে) রাজশাহী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ শহিদুল্লাহর স্বাক্ষরিত এক বার্তায় এই যৌথ বিবৃতি প্রদান করে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দেওয়া আপত্তিকর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজ মাঠে একটি আলোচনা ও মহিলা সমাবেশে আবু সাঈদ চাঁদের দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে।
কিন্তু তার এই বক্তব্য সঠিক জ্ঞান বিবর্জিত। যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো বক্তব্য দিতে হলে তাকে আরো জেনে বুঝে বক্তব্য দেওয়া উচিত। দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া মোটেও সমচীন নয়।
বিবৃতিতে নেতৃদ্বয় আরোও বলেন, “ জামায়াত ‘ইসলাম’ নিয়ে রাজনীতি করে না। ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত।”
আবু সাঈদ চাঁদ একটি গোষ্ঠীর চাঁদাবাজি সহ সকল অপকর্ম আড়াল করার জন্য বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। স্বার্থের জন্য অন্য দলের নেতা কর্মীদের প্রতি বিদ্বেষ ছড়ানোই জনাব আবু সাঈদ চাঁদের প্রধান কাজে পরিণত হয়েছে।
তারা আরও বলেন, অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে জাতি সবেমাত্র ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যাশায় দেশবাসী যখন রাজনীতিবিদদের দিকে তাকিয়ে আছে, তখন এই ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জাতি কখনোই মেনে নিবে না। আর কোনো নতুন ফ্যাসিবাদের জন্ম হোক জাতি তা কিছুতেই বরদাস্ত করবে না।
বিবৃতিতে সকল প্রকার উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে আবু সাঈদ চাঁদকে বিরত থাকার জন্য উদাত্ত আহবান জানানো হয়।