২১ মে ২০২৫, বুধবার, ০৬:০৪:০৩ অপরাহ্ন
ভাঙলো আত্রাই নদীর বাঁধ, প্রভাব পড়বে বাংলাদেশে
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
ভাঙলো আত্রাই নদীর বাঁধ, প্রভাব পড়বে বাংলাদেশে

পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আত্রাই নদীর ওপর মাত্র চার মাস আগে নির্মিত বাঁধটি ভেঙে গেছে। মঙ্গলবার (২০ মে) পানির প্রবল তোড়ে ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত বাঁধটির একাংশ ধসে পড়ে। ফলে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক।


উল্লেখ্য, আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতে এই নদী ‘আত্রেয়ী’ নামে পরিচিত। গত বছর বন্যা মোকাবিলায় নদীর ওপর বাঁধ নির্মাণ শুরু করে পশ্চিমবঙ্গ প্রশাসন।


তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ চলাকালে বন্যার পানির তোড়ে প্রথমবারের মতো বাঁধটি ভেঙে পড়ে। এরপর জরুরি ভিত্তিতে তার মেরামত করা হয়। কিন্তু মঙ্গলবার ফের সেই মেরামতকৃত অংশই ধসে পড়ে।


নদীর হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নদীর পাশবর্তী এলাকাগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এভাবে পানি বাড়তে থাকলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়ে নদীপারের জনপদ প্লাবিত হতে পারে— যার প্রভাব পড়বে বাংলাদেশেও।


এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুরের সংসদ সদস্য, বিজেপির রাজ্য সভাপতি ও ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বাঁধ নির্মাণে চরম দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ‘এর আগেও বাঁধ ভেঙেছিল। এবার আবার আরেকটি অংশ ভেঙে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, নির্মাণকাজে বড় ধরনের দুর্নীতি হয়েছে।’


অন্যদিকে বালুরঘাট মিউনিসিপালিটির চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘এই ভাঙনের পেছনে মানুষের কোনো হাত নেই। দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপির উচিত নিজেদের কাজের খতিয়ান দেখা। বালুরঘাট রেলস্টেশনের তৃতীয় শ্রেণির লিড ব্যবহার করে যে কাজ হচ্ছে, সেটি কি দুর্নীতি নয়?’


রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যেই আতঙ্কে দিন কাটাচ্ছেন আত্রাই নদী পাড়ের বাসিন্দারা। তারা দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।


শেয়ার করুন