২৩ মে ২০২৫, শুক্রবার, ০৪:১৬:২৮ পূর্বাহ্ন
রাজশাহীতে সেনা-পরিচয়ে গরু ব্যবসায়ীদের ঠকিয়ে আটক ২ প্রতারক
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৫
রাজশাহীতে সেনা-পরিচয়ে গরু ব্যবসায়ীদের ঠকিয়ে আটক ২ প্রতারক

রাজশাহীর সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং সেনাবাহিনী ও বিজিবির পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর গুলশান হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক দুই ব্যক্তি হলেন: মেহেদী হাসান (নেত্রকোনার আটপাড়া থানার খাগড়া গ্রাম) ও মো. নিজাম উদ্দিন (নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রাম)।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই দুই ব্যক্তি নিজেদের প্রশাসনের সদস্য, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা কিংবা ঠিকাদার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় গরু ব্যবসায়ীদের প্রতারণা করে আসছিলেন।


রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে জানান, ২০ মে তারা ঢাকা থেকে এসে গুলশান হোটেলের ৪ ও ৫ নম্বর কক্ষে উঠেছিলেন। সেখান থেকেই তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে হোটেল ভাড়া ও অন্যান্য খরচ বাবদ অর্থ আদায় করছিলেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু আনতে কোনো সমস্যা হবে না—এমন আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তারা দাবি করেন, প্রতি জোড়া গরু পারাপারে ৩৫ হাজার টাকা এবং একযোগে ১০ হাজার গরু পার করাতে অগ্রিম ২০ লাখ টাকা চেয়েছিলেন।


ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

শেয়ার করুন