০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩২:১৪ অপরাহ্ন
রাজধানীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ১০
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৩
রাজধানীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ১০

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এর আগে আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে ঢাকা কলেজের উল্টো দিকের বসুন্ধরা গলির শিরিন ম্যানশন নামক ভবনে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, এসির বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে চারটি ইউনিট আগুন নেভাতে যায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ডিউটি অফিসার খালিদ হোসেন আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি তিনতলা ভবনের তিনতলায় এসি বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।  

শেয়ার করুন