ইসরাইলের একটি হাই সিকিউরিটি কারাগার থেকে টানেলের মাধ্যমে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি বন্দিকে অতিরিক্ত পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার ইহুদিবাদী দেশটির আদালত তাদেরকে জেল থেকে পালানোর দায়ে অতিরিক্ত কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের প্রত্যাককে পাঁচ হাজার শেকেল (ইসরাইলি মুদ্রা) বা ১৬০ মার্কিন ডলার অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ইসরাইলের উত্তরাঞ্চলের ওই হাই সিকিউরিটি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি টানেল বানিয়ে পালিয়ে যান।
তাদের মধ্যে পাঁচজন ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য এবং একজন ফিলিস্তিনের প্রধান দল ফাতাহ গ্রুপের সাবেক কমান্ডার বলে জানা গেছে।
উত্তর ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে চারজন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।
তারা একই সেলে বন্দি ছিলেন। ইসরাইলিরা ২০০৪ সালে ‘সবচেয়ে বিপজ্জনক’ ফিলিস্তিনি বন্দিদের রাখার জন্য এই কারাগার নির্মাণ করেছিল। ফিলিস্তিনিরা তাদের বীর উপাধি দিয়েছেন।