০২ জুলাই ২০২৫, বুধবার, ০২:৩২:৫৬ পূর্বাহ্ন
রাজশাহী বাগমারায় খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৫
রাজশাহী বাগমারায় খাদ্য গুদাম পরিদর্শন করলেন  ইউএনও

রাজশাহীর বাগমারা উপজেলার সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে তিনি গুদামের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং গোডাউনের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।


পরিদর্শনকালে তিনি খাদ্য গুদামের সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।


এ সময় ইউএনও’র সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, ওসি এলএসডি বাচ্চু মিয়া এবং অন্যান্য কর্মকর্তারা।


পরিদর্শন শেষে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি খাদ্য সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন