২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৩:১৪:৫৬ পূর্বাহ্ন
রাজশাহীতে অস্ত্র-গোলাবারুদসহ ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২৫
রাজশাহীতে অস্ত্র-গোলাবারুদসহ ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার

রাজশাহী সিটি কর্পোরেশনের সাহেব বাজার এলাকায় যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মো. মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদ’কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী শহরের বড় কুঠি মাস্টারপাড়া, সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। 


সেখানে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদ’কে গ্রেপ্তার করা হয়।


এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ১ রাউন্ড অ্যামোনিশন উদ্ধার করা হয়। 


 


বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।


শেয়ার করুন