২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ০৪:৩৯:০২ অপরাহ্ন
বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৫
বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী’ কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করেছে দল।


আজ রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।


এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এখন থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করেছে বিএনপি।


শেয়ার করুন