০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৯:১১:২০ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা কলেজ মাঠ এলাকা প্রদক্ষিণ করে।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "গত ১৭ বছর ধরে আমাদের দলকে বিভিন্নভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা কেউ পারেনি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা বলতে চাই, এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।"



অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন