০৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০৪:০১:৪৮ অপরাহ্ন
প্রেমে মজেছেন সামান্থা
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২৫
প্রেমে মজেছেন সামান্থা

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পর্দায় যার উপস্থিতি ঝড় তোলে ভক্ত হৃদয়ে। অভিনয় করেছেন অনেক হিট সিনেমায়। এ প্রজন্মের দর্শকদের মাঝে আলাদা একটা ক্রেজ রয়েছে এই অভিনেত্রীকে ঘিরে।


ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দুজনের বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। তবে সামান্থা অনেকটা সময় জড়াননি কারো সঙ্গে।

তবে সাম্প্রতিক সময়ে প্রেমের গুঞ্জন উঠেছে সামান্থাকে ঘিরেও। যত দিন যাচ্ছে, সেই গুঞ্জন আরো ডালপালা মেলছে। গুঞ্জন রয়েছে, জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে সামান্থার। বিষয়টি নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে গুঞ্জন।


আর দিনকে দিন সেই গুঞ্জনকে সত্যও প্রমাণ করছেন এই জুটি। 

 

কিছু দিন আগে দুবাই ট্যুরে যান সামান্থা-রাজ। সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, বিভিন্নভাবে সময় উপভোগ করছেন সামান্থা। একটি শটে দেখা যায়, কোনো পুরুষের হাত ধরে আছেন সামান্থা।


ওই ব্যক্তির পরেন জিন্স, গায়ে জ্যাকেট। তাছাড়া কখনো রাজের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন, কখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন সামান্থা। কখনো বিমানে পাশাপাশি সিটে সামান্থা-রাজ। হাস্যোজ্জ্বল মুখে এই নির্মাতার কাঁধে মাথা রেখে বসে আছেন অভিনেত্রী।


এর আগে, গত মে মাসে সামান্থা তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেছিলেন। তার একটিতে এমন দৃশ্য দেখা যায়; যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গত জুলাই মাসেও যুক্তরাষ্ট্র সফরে যান রাজ-সামান্থা। দেশটির মিশিগান সিটিতে সামান্থার কাঁধে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। সব মিলিয়ে এই জুটি যে প্রেমের গভীর জলে ডুব দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।


এদিকে, সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন করছেন, অফিসিয়ালি কবে ঘোষণা হবে দুজনের সম্পর্কের। কারো কারো পরামর্শ, ‘দ্রুত বিয়েটা সেরে নিন।’ তবে এই জুটি নিজেদের মুখ বন্ধ রেখেছেন ভালোভাবেই। সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করছেন বেশ জোড়ালোভাবেই। এখন সময়ই বলে দেবে, দুজনের সম্পর্কের বিষয়টি কতটা সত্য।


শেয়ার করুন