প্রশ্ন : একটি পাত্রে দুই কেজি কাঁচা গরুর গোশত ছিল। দেখা গেল, কুকুর সেই পাত্র থেকে এক টুকরা গোশত নিয়ে গেছে। কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, সে ঠিক কোন পাশ থেকে নিয়ে গেছে। এ অবস্থায় পাত্রের অবশিষ্ট গোশতের হুকুম কী? এই গোশতগুলো কি ধুয়ে খাওয়া যাবে, নাকি সম্পূর্ণরূপে ফেলে দিতে হবে?
-নাজমুল হাসান, পূর্ব বাড্ডা, ঢাকা
উত্তর : প্রশ্নোক্ত অবস্থায় পাত্র থেকে কুকুরের এক টুকরা গোশত নিয়ে যাওয়ার কারণে পাত্রের বাকি গোশত ফেলে দেওয়ার প্রয়োজন নেই; বরং প্রবল ধারণা কিংবা অন্য কোনো নিদর্শনের মাধ্যমে কুকুরের মুখ দেওয়া পার্শ্ব চিহ্নিত করা সম্ভব হলে শুধু ওই অংশ, নতুবা সতর্কতাবশত পুরো পাত্রের গোশত তিনবার ভালোভাবে ধুয়ে খাওয়া জায়েজ।
তবে উত্তম হলো, সাতবার ধোয়া। এতে স্বাস্থ্যগত ক্ষতির ঝুঁকি থাকলে এ ধরনের গোশত খাওয়া থেকে বিরত থাকা উচিত। (ফাতাওয়ান নাওয়াজিল, পৃষ্ঠা-৩৭, আল বাহরুর রায়েক : ১/২২৬, হেদায়া : ১/৪৫, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৬/৩৩৮)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।