২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:১৬:৩৬ অপরাহ্ন
রাবির প্রফেসর এমিরিটাস হলেন ড. এ কে এম আজহারুল ইসলাম
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
রাবির প্রফেসর এমিরিটাস হলেন ড. এ কে এম আজহারুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলামকে একই বিভাগে প্রফেসর এমিরিটাস হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।


গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৫তম সভায় এই নিয়োগ অনুমোদন করা হয়। বিষয়টি জানিয়েছেন নিয়োগ বোর্ডের সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান।


তিনি বলেন, আমরা অনেক দেরিতে উনার নিয়োগের মূল্যায়ন করতে পেরেছি- এটা ভেবে খারাপ লাগছে। তার অসামান্য একাডেমিক এবং গবেষণা রেকর্ড এবং তার বিষয়, পদার্থবিদ্যার প্রতি তাঁর ডেডিকেশন বিবেচনায় তিনি অনেক আগেই এই সম্মান পাওয়ার যোগ্য ছিলেন।


জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ড. আজহারুল ইসলাম রাবির পদার্থবিজ্ঞান বিভাগে ১৯৬৮-২০১২ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। তার গবেষণার ক্ষেত্র হচ্ছে প্রাথমিক কণা পদার্থবিদ্যা, অতিপরিবাহিতা, পদার্থের বৈদ্যুতিক কাঠামো, ম্যাক্স ফেইজ ও টুডি ম্যাক্স ফেইজ ও এ সংশ্লিষ্ট বিষয়।


তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বর্তমানে সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস হিসেবে অধিষ্ঠিত আছেন। কর্মজীবনে তিনি রাবি পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি, বিজ্ঞান অনুষদের অধিকর্তার দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহীসহ অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও শিক্ষা পরিষদের সদস্য ছিলেন। তার তত্ত্বাবধানে ১২৫ জন গবেষকের এমএসসি, এমফিল ও পিএইচডি গবেষণা করেছেন। তার ২৯৩টি গবেষণা প্রকাশনা দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি কয়েকটি গবেষণা জার্নালের প্রধান সম্পাদক ও সম্পাদনা বোর্ডের সদস্য এবং ৩০টিও বেশি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নালের রিভিউয়ার। তিনি জাপানি পদার্থবিজ্ঞানীদের সাথে পেরোভস্কাইট-টাইপ অক্সাইড সুপার কন্ডাক্টরের সহ আবিষ্কারক।


এছাড়াও এই অধ্যাপক ১৬টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, পদক ও সম্মাননা লাভ করেছেন। তিনি লন্ডনের ইমপেরিয়াল কলেজের পোস্ট ডক্টরাল ফেলো হিসেবেও রয়্যাল সোসাইটির ফেলোশিপে গবেষণা করেছেন। এছাড়া ভিজিটিং সাইন্টিস্ট হিসেবে যুক্তরাজ্য, ভারত, জাপান এবং ইতালিতে গবেষণা করেছেন। তিনি এ পর্যন্ত ২৮টি দেশে একাডেমিক সফর এবং ৫৪টি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ড. ইসলাম দ্যা ইন্সটিটিউট অব ফিজিক্স (লন্ডন) এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির একজন নির্বাচিত ফেলো। অন্য কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবী সংস্থার ফেলো ও সদস্য।


শেয়ার করুন