০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ০৯:১২:১১ অপরাহ্ন
ঢাকনার সঙ্গে হারাচ্ছে নিরাপত্তা
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
ঢাকনার সঙ্গে হারাচ্ছে নিরাপত্তা

ভোররাত। নির্জন গলিপথে থামল একটি সিএনজি অটোরিকশা। নীল পোশাক পরা এক ব্যক্তি দরজা খুলে নেমে সোজা ম্যানহোলের কাছে গেলেন। হঠাৎ ঢাকনাটি টানতে শুরু করলেন— একবার নয়, দুইবার নয়, টানা আঠারোবার।


অবশেষে লক ভেঙে ঢাকনাটি তুলে নিলেন। মুহূর্তেই সেটি নিয়ে সিএনজিতে উঠে পড়লেন, আর গাড়িটি দ্রুত সেখান থেকে সরে গেল। 

ঘটনাটি ধরা পড়ে সিসি ক্যামেরায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বিস্ময়ে লিখেছেন—জীবনে প্রথম দেখলাম সিএনজি নিয়ে কেউ ম্যানহোলের ঢাকনা চুরি করছে।


একজন মন্তব্য করেছেন, আগে জানতাম হিরোইঞ্চি-টোকাইরা এসব চুরি করে, এখন দেখি সিএনজি চালকরাও করছে। কয়েকজন জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গতকাল ভোর সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড মাহমুদিয়া মহিলা মাদ্রাসার পাশে।

এই একটি ভিডিও যেন নগরজীবনের ভয়ংকর বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। রাজধানীর প্রধান সড়ক থেকে অলি-গলি— কোথাও নিরাপত্তা নেই।


গত কয়েক মাসে ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ঢাকনা নেই, আর সেই ফাঁদে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাতের আঁধার বা বৃষ্টির পানিতে ঢেকে থাকা উন্মুক্ত ম্যানহোল যেন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।

শুধু ঢাকাই নয়, সারা দেশেই এই চোরদের উপদ্রব অসহনীয়। নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন নির্মিত সড়ক থেকে একসঙ্গে ৪১টি ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়ার ঘটনা এখনো স্মরণীয়।


চোরদের নজর শুধু ম্যানহোলে আটকে নেই; টিউবওয়েল, বিদ্যুতের তার, লোহার সামগ্রী, মোটর—সবকিছুই তাদের লক্ষ্য।

কেন বাড়ছে এমন চুরি? ধাতব ঢাকনা বা লোহার জিনিসপত্র গলিয়ে বিক্রি করা সহজ। রাতের আঁধারে কয়েক মিনিটেই অমূল্য সম্পদ গায়েব। অথচ এর ভয়াবহ পরিণতি নিয়ে যেন কারো তেমন ভাবনা নেই। দুর্ঘটনায় আহত কিংবা নিহত মানুষের সংখ্যা বাড়ছে, তবু ব্যবস্থা নেওয়ার গতি ঢিমে।


এই চুরি শুধু সম্পদহানি নয়, নগরবাসীর জীবনের সরাসরি হুমকি। ম্যানহোলের ঢাকনা হারানোর মানে হলো খোলা ফাঁদ, যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কঠোর নজরদারি, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।


যে শহরে রাস্তাঘাটের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে মানুষ প্রতিদিনই ঝুঁকি নিয়ে হাঁটে। ম্যানহোলের ঢাকনা শুধু ধাতব বস্তু নয়, এটি নগরের নিরাপত্তার প্রতীক। এই প্রতীক যদি চোরের হাতে চলে যায়, তাহলে শহরের বুকে বাকি থাকে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা।


শেয়ার করুন