ইতিহাস যেন বারবার নতুনভাবে লেখা হচ্ছে বসুন্ধরা কিংসকে ঘিরে। ঘরোয়া ফুটবলে ২০১৮–১৯ মৌসুমে অভিষেকের পর মাত্র আট মৌসুমেই দলটি জিতেছে ১৪টি শিরোপা। এত অল্প সময়ে এতো সাফল্যের নজির বাংলাদেশের ফুটবলে আর কোনো ক্লাবের নেই।
বাংলাদেশের ঘরোয়া ফুটবল শুরু ১৯৪৮ সালে।
পুরোনো ক্লাবগুলোর মধ্যে ঢাকা মোহামেডান শীর্ষে আছে ৫০টি শিরোপা নিয়ে। ১৯৫০ সালে শুরু করা ঐতিহ্যবাহী এই ক্লাব এর মধ্যে লিগ শিরোপা ২০ বার, ফেডারেশন কাপ ১১ বার, স্বাধীনতা কাপ ৯ বার (পাকিস্তান আমলে ৬, স্বাধীনতার পর ৩), আগা খান গোল্ড কাপ ৩ বার, জাতীয় লিগ ২ বার, সুপার কাপ ২ বার, ডামফা কাপ ২ বার এবং মা-মণি গোল্ড কাপ একবার জিতেছে।
ঢাকা আবাহনী মাঠে নামে ১৯৭২ সালে এবং এরই মধ্যে তারা ঘরে তুলেছে ৩৭টি শিরোপা। এর মধ্যে রয়েছে ১৭ লিগ, ১২ ফেডারেশন কাপ, ২ স্বাধীনতা কাপ, ১ লিবারেশন কাপ, ১ বিটিসি কাপ, ১ জাতীয় লিগ, ১ সুপার কাপ, ১ স্বাধীনতা কাপ ও ১ বিজয় দিবস কাপ।
অন্যদিকে, বসুন্ধরা কিংস অভিষেক মৌসুম থেকে টানা পাঁচবার লিগ শিরোপা জিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া ফেডারেশন কাপ জিতেছে ৪ বার, স্বাধীনতা কাপ ৩ বার এবং সর্বশেষ চ্যালেঞ্জ কাপ ২ বার। সব মিলিয়ে শোকেসে জমা হয়েছে ১৪টি ট্রফি—যা ঘরোয়া ফুটবলের ইতিহাসে অল্প সময়ে সর্বোচ্চ অর্জন।
এখানেই থামতে চাইছে না কিংস।
চ্যালেঞ্জ কাপের দ্বিতীয় শিরোপা জয়ের পর এবার তাদের সামনে আরেকটি রেকর্ডের হাতছানি। চলতি মৌসুমে লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ ও স্বাধীনতা কাপ—এই চারটি প্রতিযোগিতা সামনে। এর মধ্যে চার কিংবা পাঁচটি ট্রফি জিততে পারলে ১৯৪৮ সালের পর ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস গড়বে বসুন্ধরা কিংস।
এর আগে এক মৌসুমে ট্রেবল জেতার রেকর্ড রয়েছে শেখ রাসেল, ঢাকা মোহামেডান ও বসুন্ধরা কিংসের। দেখা যাক, এবার কিংস আরো একবার ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করতে পারে কি না।