০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০৪:১৮:৫৫ পূর্বাহ্ন
আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২৫
আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আগস্ট ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।


সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহ সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।


এসময় আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যতের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। সভায় জুলাই থেকে আগস্ট পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে বোয়ালিয়া মডেল থানার এসআই (নি:) হেদায়েত উল্লাহ, ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো: আব্দুল্লাহ আল মাহমুদ এবং বোয়ালিয়া মডেল থানার এএসআই (নি:) মো: আসাদুজ্জামানকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার।


এছাড়া কর্মদক্ষতার ভিত্তিতে আরও বারো জন পুলিশ কর্মকর্তা অর্থ পুরস্কারে ভূষিত হন। তাঁদের মধ্যে রয়েছেন কাটাখালী থানার এসআই (নি:) মো: নাদিম উদ্দীন, রাজপাড়া থানার এসআই (নি:) আজাহারুল, বোয়ালিয়া মডেল থানার এসআই (নি:) মো: শরিফুল ইসলাম (২), রাজপাড়া থানার এসআই (নি:) মো: তাজউদ্দিন আহমেদ, কাটাখালী থানার এসআই (নি:) মো: আব্দুর রাজ্জাক, বোয়ালিয়া মডেল থানার এসআই (নি:) মো: মিজানুর রহমান, কাশিয়াডাঙ্গা থানার এসআই (নি:) মো: মনিরুজ্জামান, ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোসা: সাবিহা আক্তার, কাটাখালী থানার এএসআই (নি:) মো: মাহাবুবুল আলম, রাজপাড়া থানার এএসআই (নি:) মো: আব্দুল মোতালেব, পবা থানার এএসআই (নি:) মো: এনামুল হক এবং বোয়ালিয়া মডেল থানার এএসআই (নি:) জয়নাল আবেদীন।


সভায় উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন