০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:৩৯:৪৫ পূর্বাহ্ন
দুবাইয়ের ক্রিকেট মঞ্চ যেন ওয়াঘা সীমান্ত
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৫
দুবাইয়ের ক্রিকেট মঞ্চ যেন ওয়াঘা সীমান্ত

এবারের এশিয়া কাপ ‘একই অঙ্গে কত রূপ’ হয়ে রইল। ‘জলে নামব, গা ভেজাব না’র মতো টস করব, কিন্তু হাত মেলাব না—এটুকুতেই সীমাবদ্ধ থাকল না।


বিতর্ক, অচেনা উদযাপন এবং ‘স্পিকটি নট’—অক্রিকেটীয় সব বিষয় জায়গা করে নিল মহাদেশীয় মহাযজ্ঞের শেষ মঞ্চেও। ফাইনালে আরও অদ্ভুত কাণ্ড।


এবার টসের সময় দেখা গেল একজন নয়, দুজন সঞ্চালক। ভারতের রবি শাস্ত্রী এবং পাকিস্তানের ওয়াকার ইউনুস। এ নিয়েও কম বিতর্ক হয়নি। যেন ওয়াঘা সীমান্তের ওপারে অমৃতসর, এপারে লাহোর। 


টস হওয়ার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব যান রবি শাস্ত্রীর কাছে। তাকে জানিয়ে দেন, টস জিতেছেন, ফিল্ডিং করবেন। এবার পাকিস্তান কাপ্তান সালমান আগার পালা। তিনি যান তার পূর্বসূরি ওয়াকার ইউনুসের কাছে। তাকে জানান টিম কম্বিনেশন।


দুবাইয়ের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে রাখা হয় দুই সঞ্চালককে। ঘটনা আরও আছে। টসের পর ট্রফি নিয়ে ফটোশুটের সময় ছিলেন না সূর্য। সালমান একা এশিয়া কাপের ট্রফির সঙ্গে ছবি তোলেন।


দুই সতীনকে নিয়ে ঘর করা যে কঠিন, আইসিসি এবার হাড়ে হাড়ে টের পেয়েছে। তাতে অবশ্য কিছু যায়-আসে না তাদের। তিন রোববারে তিনটি পাক-ভারত দ্বৈরথ তাদের কোষাগার দিরহামে-ডলারে ভরিয়ে দিয়েছে। আর কী চাই!


শেয়ার করুন