০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০৬:০৭:২৬ পূর্বাহ্ন
রাজশাহীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মামুন অর রসিদ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৫
রাজশাহীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মামুন অর রসিদ

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আবহে রাজশাহীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মামুন অর রসিদ।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি নগরীর একাধিক পূজা মণ্ডপে গিয়ে আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীসহ ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

অ্যাডভোকেট মামুন অর রসিদ বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এখন সার্বজনীন আনন্দ-উৎসব। এই উৎসব মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।”

পরিদর্শনকালে তার সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন