০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ০৪:০৪:৩৩ পূর্বাহ্ন
ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় জেলেদের মাঝে চাল বিতরণ রাজশাহীতে
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৫
ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় জেলেদের মাঝে চাল বিতরণ রাজশাহীতে

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-এর অংশ হিসেবে রাজশাহীতে ১০২৮ জন জেলের মাঝে ২৫ কেজি করে মোট ৩০. মেট্রিক টন চাল বিতরণ করেছে মৎস্য অধিদপ্তর।

 

সোমবার ( অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহীর হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবু সাঈদ, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রাজশাহী জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ, মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তরের কর্মকর্তা আতিকুর রহমান আতিক, এবং ক্ষেত্র সহকারী তাকির হোসেন।

 

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বিক্রি বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

 

এই নিষেধাজ্ঞা কার্যকর করতে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি, নিষেধাজ্ঞা মেনে চলা জেলেদের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে সরকার।

 

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইলিশের উৎপাদন বাড়াতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময় জেলেরা যাতে খাদ্য নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে লক্ষ্যেই চাল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অধিদপ্তর মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়। দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সার্বিক সহযোগিতায় মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তর।

শেয়ার করুন