১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫৫:২১ অপরাহ্ন
রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৫
রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের আমেজ থাকলেও পুরো বিশ্ববিদ্যালয় এখন কঠোর নিরাপত্তা বলয়ে।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ভোটকেন্দ্র ও তার আশপাশে মোতায়েন করা হয়েছে ২ হাজার ৩০০ পুলিশ সদস্য। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করবে ১২ প্লাটুন র‍্যাব ও ৬ প্লাটুন বিজিবি।


শৃঙ্খলা রক্ষায় সহায়ক হিসেবে থাকছে বিএনসিসি, রোভার স্কাউট ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা।

এছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ১০০টি পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোটের আগের দিন থেকেই শিক্ষার্থী পরিচয়পত্র বা পাসকোড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে স্থাপন করা হয়েছে নিরাপত্তা চেকপোস্ট।


ভোটারদের প্রবেশে একাধিক স্তরের যাচাই প্রক্রিয়া থাকছে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে সদাচরণ করার নির্দেশ রয়েছে যেন পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আমরা আশাবাদী।


তবে কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি। যেখানে নিরাপত্তা ঝুঁকি ছিল, তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। হেডকোয়ার্টারসহ বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত এক হাজার ফোর্স আনা হয়েছে।


তিনি আরো বলেন, “সাইবার স্পেসে অপপ্রচার বা অপতথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে। এজন্য দুটি বিশেষ সাইবার টিম কাজ করছে। কোনো উসকানি বা বিভ্রান্তিকর পোস্ট দেখলে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া না দেখিয়ে আমাদের জানাবেন।” নির্বাচনের দিন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে উল্লেখ করে পুলিশ কমিশনার আরো বলেন, “সাতটি ফটক খোলা থাকবে, প্রতিটি ফটকেই কঠোর নিরাপত্তা বলয় থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও হলগুলোতে বহিরাগত আছে কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”


শেয়ার করুন