০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ০৩:০৭:১৫ পূর্বাহ্ন
সৌদিতে পুলিশ হেফাজতে বাংলাদেশি যুবকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৫
সৌদিতে পুলিশ হেফাজতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণের পর মারা গেছেন গোলাম মাওলা (৩৫) নামের এক প্রবাসী। পরিবারের অভিযোগ, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।


ভুক্তভোগী শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের তহুর উদ্দিনের ছেলে। প্রায় ৬ বছর আগে সৌদি আরবের রিয়াদে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে চুক্তিভিত্তিক কাজ শুরু করেন তিনি। দেশে তার স্ত্রী ও ৭ বছরের একটি ছেলে আছে।


গোলাম মাওলার ছোট ভাই আনিসুর রহমান জানান, কিছুদিন আগে তার ভাইয়ের পাসপোর্টের আকামার মেয়াদ শেষ হয়। এরপর তিনি ওমরাহ হজ করতে যান। গত ২ নভেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। 


এ সময় তিনি জানান, সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণ করে তিনি বিমান ভাড়ার টাকা, পাসপোর্ট, মোবাইল ফোনসহ যাবতীয় জিনিসপত্র বুঝিয়ে দিয়েছেন। খুব দ্রুত বাড়ি ফিরবেন। এরপর সোমবার রাতে তাদের কাছে একটি ফোন আসে, অপর প্রান্ত থেকে বলে, ‘তোর ভাইকে নিয়ে যা, সে মারা গেছে।’


এই ঘটনা শুনে পরিবারের সদস্যরা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। তারা তাদের সৌদি প্রবাসী অন্য ভাই আওলিয়াকে ফোন করলে তিনি জানান, পুলিশের কাছে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। সৌদি পুলিশ তাকে জানিয়েছে, ডায়াবেটিস কমে গিয়ে মাওলা মারা গেছেন।


নকলা বাজারের পোশাক ব্যবসায়ী এম এফ ফারুক আহমেদ বলেন, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন মাওলা। তার অসুস্থতার কথা কোনো দিন শোনেননি। মাওলার অকাল মৃত্যু তিনি কিছুতেই মানতে পারছেন না উল্লেখ করে বলেন, মক্কায় পুলিশের কাছে আত্মসমর্পণের পরও কথা হয়েছে। তিনি তখনও সুস্থ ছিলেন।


শেয়ার করুন