০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ১২:৫৩:৫০ পূর্বাহ্ন
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৫
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে দিকে আগুনের এ ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এতে হতাহাতের কোনো খবর পাওয়া যায়নি।


বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহমেদ ভূঁইয়া। তিনি জানান, রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মরতরা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সাভিসের চারটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি আরও বলেন, এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


শেয়ার করুন