০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:১৩:১৮ অপরাহ্ন
এশিয়া কাপ ট্রফি নিয়ে আইসিসি সভায় ভারত-পাকিস্তান, সমাধানের সুর উভয়পক্ষের
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৫
এশিয়া কাপ ট্রফি নিয়ে আইসিসি সভায় ভারত-পাকিস্তান, সমাধানের সুর উভয়পক্ষের

দুবাইয়ে আইসিসির সভায় আলোচনায় এসেছে বহুল আলোচিত এশিয়া কাপ ট্রফি বিতর্ক। তবে যেভাবে উত্তপ্ত এক পরিবেশের আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার কিছুই ঘটেনি। বরং ভারত ও পাকিস্তানের বোর্ড প্রতিনিধিদের মধ্যে হয়েছে কূটনৈতিক সৌজন্যের আলাপ।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির অংশগ্রহণ নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষ মুহূর্তে শুক্রবার বিকেলে তিনি দুবাইয়ে পৌঁছান। যদিও ট্রফি বিতর্ক সভার আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে ছিল না, ভারতীয় বোর্ডের সচিব দেবাজিত সাইকিয়া ব্যক্তিগতভাবে বিষয়টি উত্থাপন করেন।


সাইকিয়া উল্লেখ করেন, এশিয়া কাপ ট্রফি এখনও পাকিস্তানে আটকে আছে এবং দ্রুত এটি ভারতের হাতে হস্তান্তর করা উচিত। তার বক্তব্যে বিরোধের সুর নয়, বরং সমাধানের ইঙ্গিতই ছিল।


ক্রিকবাজের তথ্যে জানা গেছে, সদস্য দেশগুলোও ট্রফি ইস্যুতে দ্রুত সমাধানের পক্ষে মত দিয়েছে। প্রস্তাব উঠেছে একটি যৌথ কমিটি গঠনের। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। কিন্তু দেড় মাস পেরিয়ে গেলেও সেই ট্রফি এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের হেফাজতেই রয়েছে—যেন ক্রিকেট মাঠের বাইরেও চলছে নরম কূটনীতির এক ম্যাচ।


শেয়ার করুন