২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৪৯:১৪ অপরাহ্ন
জয়ের সুবাস নিয়ে চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
জয়ের সুবাস নিয়ে চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ

সিলেটের পর ঢাকা টেস্টেও বড় জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। জয় থেকে মাত্র ৪ উইকেট দূরে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছে টাইগাররা। অন্যদিকে জয়ের জন্য এখনও ৩৩৩ রান করতে হবে আয়ারল্যান্ডকে।


আইরিশদের ৫০৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। দলীয় ২৬ রানের মধ্যে জোড়া উইকেট হারায়। ১৩ রান করা অ্যান্ডি বালবির্নি ও ৯ রান করা পল স্টার্লিংকে আউট করেন তাইজুল ইসলাম।



২৬ রানে দুই ওপেনারকে হারানোর পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর মিলে ৫১ রানে জুটি গড়েন। তবে ১৯ রান করে ফিরে যান কারমাইকেল। 


৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় আয়ারল্যান্ড। টেক্টর ফিফটি করার দুই বল পর আউট হলে ভাঙে ৪১ রানের জুটি। তারপর কার্টিস ক্যাম্ফার শক্ত হাতে ক্রিজে পড়ে থাকলেও আরও দুই উইকেট হারায় আয়ারল্যান্ড।


শেষ পর্যন্ত ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রেইন ১১ রানে অপরাজিত আছেন। তাইজুল ইসলাম ৩টি ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট।     


শেয়ার করুন