২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ০২:২৫:২০ অপরাহ্ন
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৫
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি। 


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ ছাড়া টাঙ্গাইল-২ ( গোপালপুর ভূঞাপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকুর বড়ভাই অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।


তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী। 

মনোনয়ন ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুক পোস্টে লিখেছেন, সবার প্রতি বিনীত অনুরোধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বর্তমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন মিছিল, শোভাযাত্রা বা উল্লাসে অংশ না নেয়। দায়িত্বশীল আচরণ বজায় রাখা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।


আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং শান্ত, সুশৃঙ্খল ও গঠনমূলক কাজে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখি।


শেয়ার করুন