২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ০৪:৩৯:৪৯ অপরাহ্ন
ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২৫
ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্রতা বাড়ছে। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের মতো ঠাণ্ডায় কাহিল হয়ে পড়েছে শিশু–বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষজন। গত দুই সপ্তাহ ধরে অব্যাহত কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহন।


উত্তরের হিমেল হাওয়া সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।


শুক্রবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


উপজেলার ধরলা ও বারোমাসিয়া নদী–তীরবর্তী শতাধিক চরাঞ্চলে শীতের প্রভাব আরও বেশি। এসব এলাকার বাসিন্দারা হিমেল বাতাসে ঘরবন্দী হয়ে পড়েছেন। শীতের তীব্রতার কারণে দিনমজুরদের অনেকেই কাজের সুযোগ পাচ্ছেন না, ফলে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।


কুরুষাফেরুষা এলাকার আব্দুল জলিল ও পূর্ব ফুলমতি এলাকার নজরুল ইসলাম বলেন, আমরা গরিব মানুষ। ঘরে গরম কাপড় নেই। রাতে ঘুমাতে গেলে শরীর ঠাণ্ডায় জমে যায়। তার পরও সকালে কাজের সন্ধানে বের হতে হয়।


কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। কুয়াশা বাড়ার সাথে সাথে আরও কয়েকদিন তাপমাত্রা কমবে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।


শেয়ার করুন