দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তার ফেরার আগেই নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট ফ্লাইটের দায়িত্ব থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকাগামী বিজি-২০২ ফ্লাইটে দায়িত্বরত ছিলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। কিন্তু গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফ্লাইট সার্ভিস বিভাগ জানিয়েছে, সরিয়ে নেওয়া দুই ক্রুর পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াত-কে নতুন করে এই ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারেক রহমানকে বহনকারী বিমানটি আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটে তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারও থাকবেন।
উল্লেখ্য, এর আগেও গত মে মাসে রাজনৈতিক সংশ্লিষ্টতার একই অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইটের দুজন ক্রুকে সরিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।

