১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৬:১৬:৩৯ অপরাহ্ন
সংগীত বিভাগে একটি ভোটও পাননি শিবিরের জিএস-এজিএস প্রার্থী
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৬
সংগীত বিভাগে একটি ভোটও পাননি শিবিরের জিএস-এজিএস প্রার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় সংগীত বিভাগ কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস ও এজিএস প্রার্থীরা কোনো ভোটই পাননি। আর ভিপি প্রার্থী পেয়েছেন মাত্র চার ভোট।


বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি।


সংগীত বিভাগ কেন্দ্রের ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট।


এর বিপরীতে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট।


জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট। অন্যদিকে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ এ কেন্দ্রে কোনো ভোটই পাননি।


একইভাবে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৮ ভোট, আর শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন শূন্য ভোট।


দুই দশক আগে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর মঙ্গলবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচন হয়।


এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। বিভিন্ন বিভাগে বসানো ৩৯টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দেন।


শেয়ার করুন