১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৬:১৬:৪৩ অপরাহ্ন
ঢাবিতে ১৫০০ কম্বল বিতরণ ছাত্রশিবিরের
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৬
ঢাবিতে ১৫০০ কম্বল বিতরণ ছাত্রশিবিরের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে প্রায় দেড় হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাসের অন্যান্য এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শনিবার (১০ জানুয়ারি) রাতে বিতরণের সর্বশেষ পর্ব সম্পন্ন করা হয়।

ছাত্রশিবির সূত্রে জানা গেছে, আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে হলের কর্মচারীদের মাঝেও শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়, বিশেষ করে যারা নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া টিএসসি এলাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদিত দোকানগুলোতে কর্মরত শ্রমজীবী মানুষদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক। এ সময় তিনি শিক্ষার্থী ও কর্মচারীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ বিষয়ে কাজী আশিক বলেন, “এ বছর শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, কর্মচারী ও দোকান কর্মচারীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। তাদের কষ্ট লাঘবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন ছাত্রসংগঠন ও অ্যালামনাইসহ সবার এগিয়ে আসা প্রয়োজন।”

তিনি আরও বলেন, দেশের অন্যান্য অঞ্চলেও নিম্নবিত্ত মানুষ প্রচণ্ড শীতের কারণে দুর্ভোগে রয়েছেন এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সারাদেশের বিত্তবান ও দায়িত্বশীল সকলের প্রতি তিনি আহ্বান জানান।

শেয়ার করুন