১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ০৬:৩১:৫৫ অপরাহ্ন
ইরানে সহিংসতায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ ইরানি রাষ্ট্রদূতের
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৬
ইরানে সহিংসতায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ ইরানি রাষ্ট্রদূতের

ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে। একই সঙ্গে বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে সহিংসতা সৃষ্টি করা হয়েছে। এসব কারণেই ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।


সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইরানি রাষ্ট্রদূত। ইরানের চলমান পরিস্থিতি তুলে ধরতে দূতাবাসের উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।


রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ইরানে সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। পরে সেই পরিস্থিতিকে পুঁজি করে পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করে। তার ভাষায়, পুরো বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, বুদ্ধিমত্তা ও পরামর্শের মাধ্যমে পরিচালিত হয়েছে।


উল্লেখ্য, স্টারলিংক হলো যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যার মালিক বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ইরানি রাষ্ট্রদূতের দাবি, এই প্রযুক্তি ব্যবহার করেই ইরানের ভেতরে প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে।


ইরানে সরকারবিরোধী আন্দোলনের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা রয়েছে কি না—এমন প্রশ্নে রাষ্ট্রদূত সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেন, বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে চালানো প্রোপাগান্ডা বন্ধ করতে ইরান সক্ষম হয়েছে।


এদিকে চলমান আন্দোলনে এখন পর্যন্ত কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।


শেয়ার করুন