২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০১:৪০:৪৮ পূর্বাহ্ন
দ্রুত তিস্তা চুক্তি চায় ঢাকা, চেষ্টার আশ্বাস দিল্লির
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২২
দ্রুত তিস্তা চুক্তি চায় ঢাকা, চেষ্টার আশ্বাস দিল্লির

পানিসম্পদ প্র‌তিমন্ত্রী জা‌হিদ ফারুক ব‌লে‌ছেন, এক যুগ পর জেআর‌সি বৈঠ‌কের ফ‌লে ভার‌তের স‌ঙ্গে পানি আলোচনার বরফ গ‌লে‌ছে। এ বৈঠ‌কের ফ‌লে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আসন্ন ভারত সফ‌রের ওপর ই‌তিবাচক প্রভাব পড়‌বে। 

শুক্রবার প্রতিমন্ত্রী যুগান্তর‌কে এসব কথা বলেন। 

গত ২৩ আগস্ট পানিসম্পদ সচিব পর্যায়ে এবং ২৫ আগস্ট নয়াদিল্লিতে জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাক টু ব্যাক দুটি বৈঠকেই তিস্তাসহ গঙ্গা ও কুশিয়ারার পানি নিয়ে আলোচনা হয়।

ভার‌তের পা‌নিসম্পদমন্ত্রী গ‌জেন্দ্র সিং সিখাওয়া‌তের ভূয়সী প্রশংসা ক‌রে জা‌হিদ ফারুক ব‌লে‌ন, তি‌নি (গ‌জেন্দ্র সিং) খুব কর্মঠ ও আন্তরিক মানুষ। আমি তা‌কে আগামী মার্চ কিংবা এ‌প্রি‌লে বাংলা‌দে‌শে আসার আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছি। তখন জেআর‌সি পরব‌র্তী বৈঠক কর‌বে। হে‌লিকপ্টা‌রে ক‌রে পু‌রো বাংলা‌দেশ দেখা‌ব, কীভা‌বে আমা‌দের জীব‌নের স‌ঙ্গে পা‌নির সম্পর্ক। 

প্রতিমন্ত্রী জা‌হিদ ব‌লে‌ন, গঙ্গার পা‌নির সব‌চে‌য়ে ভালো ব্যবহার নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি। ত‌বে গঙ্গা চু‌ক্তির নবায়ন নি‌য়ে কোনো কথা ব‌লি‌নি। গঙ্গা চু‌ক্তির মেয়াদ শেষ হ‌তে অ‌নেক সময় বা‌কি আছে। তার আগে বাংলা‌দে‌শে ভোট হ‌বে। ভো‌টের প‌রে এ বিষ‌য়ে আলোচনা শুরু করা যা‌বে। 

‌তিস্তা চু‌ক্তি প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, তিস্তা চু‌ক্তি দ্রুত সম্পন্ন কর‌তে আমরা ভারতীয় পক্ষ‌কে ব‌লে‌ছি। তারা চেষ্টা কর‌বেন ব‌লে আশ্বাস দি‌য়ে‌ছেন। ত‌বে তিস্তার ব্যাপা‌রে সর্বোচ্চ পর্যা‌য়ে আলোচনা হ‌চ্ছে। 

কু‌শিয়ারা সম্প‌র্কে জান‌তে চাই‌লে প্রতিমন্ত্রী জা‌হিদ ব‌লেন, কু‌শিয়ারা থে‌কে ১৫৩ কিউ‌সেক পা‌নি বাংলা‌দেশ উ‌ত্তোলন কর‌তে পার‌বে। চু‌ক্তি‌র খসড়া ভার‌তের ম‌ন্ত্রিসভায় অনু‌মোদন হ‌লে প্রধানমন্ত্রীর সফ‌রে সই হ‌তে পা‌রে।

শেয়ার করুন