০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৬:৫৮ অপরাহ্ন
দ. আফ্রিকার টি-২০ লিগের নিলামে একমাত্র বাংলাদেশি খালেদ
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২২
দ. আফ্রিকার টি-২০ লিগের নিলামে একমাত্র বাংলাদেশি খালেদ

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। 

প্রাথমিক তালিকায় নাম থাকা ২৮৫ বিদেশির মধ্যে তিনি-ই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। 

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টের নিলামে তালিকায় মোট ৫৩৩ জন ক্রিকেটারদের মধ্যে নেই কোনো ভারতীয় ক্রিকেটার।  আইপিএলের বাইরে খেলতে দেওয়া হয় না বলে তালিকায় যুক্ত হতে পারেননি রোহিত, কোহলি, রাহুলরা।

জানা গেছে, বাংলাদেশের খালেদ আহমেদ নিলাম তালিকায় নাম লিখিয়েছেন ১ লাখ ৭৫ হাজার র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা ৯ লাখ ৬১ হাজার টাকা ভিত্তিমূল্যে।

সবচেয়ে বেশি ১৭ লাখ ৫০ হাজার র‌্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় ৯৬ লাখ টাকায়) নাম তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস এবং ওডেন স্মিথ।

দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। সব কটি দলের মালিকানা কিনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

সর্বোচ্চ ১৭ জন নিয়ে দল তৈরি করতে পারবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। এরই মধ্যে প্রতিটি দল ২ থেকে ৫ জন ক্রিকেটার নিলামের বাইরে থেকে দলে ভিড়িয়ে নিয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে।

শেয়ার করুন