২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:৫২:১১ অপরাহ্ন
পদ্মার ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২২
পদ্মার ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

 রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চার গ্রামকে পদ্মা নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।


মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভাঙ্গনের শিকার এলাকাবাসী। মানববন্ধনে সড়কের দু’পাশে শতশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়।


মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মায় পানি ক্রমশই বাড়ছে। নদী ভাঙ্গনে এরইমধ্যে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ভাঙ্গন শঙ্কায় রয়েছে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘর। এরইমধ্যে ৫০০ বিঘা আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু বিষয়টি নিয়ে পাউবো কর্মকর্তারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন। দৃশ্যমান কোন পদক্ষেপই তাদের নেই।


বক্তারা জানান, এখনই যদি ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে সরকার কোন উদ্যোগ না নেয় তবে শতশত বাড়িঘর নদী গর্ভে বিলীন হবে। দেওপাড়া ইউনিয়নের চারটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। এসময় তারা ভাঙ্গন রোধে দ্রæত স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান।


মানববন্ধনে বক্তব্য রাখেন, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন, ইউপি সদস্য আফতাব উদ্দিন, রাজাবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।

শেয়ার করুন