২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:২০:৪৩ পূর্বাহ্ন
মোহনপুরের পল্লীসমাজে প্রশিক্ষণ ও গ্রামীন বৈঠক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২২
মোহনপুরের পল্লীসমাজে প্রশিক্ষণ ও গ্রামীন বৈঠক

রাজশাহী জেলার মোহানপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ০৫ নং সিন্দুরি পল্লীসমাজে পুরুষ দলের সদস্যদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কেশরহাট পৌরসভার ০৮ নং বাকশৈল পল্লীসমাজে পুরুষ দলের গ্রামীন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৈঠকে জেন্ডার বৈষম্য , ইতিবাচক পুরুষালী মনোভাব, পুরুষতন্ত্র, পারিবারিক কাজে পুরুষের অংশগ্রহন, পারিবারিক সিন্ধান্তে নারীদের ভুমিকা রাখা বা অংশগ্রহন করা, ব্র্যাকের আইনি সহায়তা, বাল্যবিয়ে মুক্ত পরিবার এবং সমাজ গঠন, এসব বিষয়ে আলোচনা করনীয়, দায়িত্ব এবং পরিবার ও সমাজে আরোও অগ্রনী ভুমিকা পালনের জন্য পুরুষ সদস্যদের উৎসাহিত করা হয়।

আলোচ্য বিষয়ের উপর কুইজ, খেলাধুলা, পরিবর্তনের গল্প শোনা, ভিডিও, রোল মডেল ব্যাক্তির গল্প , মানবন্ধন, র‌্যালি এসব পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবার ও সমাজকে সহিংসতা মুক্ত ও বাল্য বিবাহ মুক্ত করার প্রত্যায় নিয়ে ব্র্যাক সেল্প কর্মসূচি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ গ্রামীন বৈঠক পরিচালনা করেন অফিসার (সেলপ) রোজিনা আক্তার।

শেয়ার করুন