২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:০০:১০ অপরাহ্ন
অনন্য এক কীর্তি গড়লেন মেসি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৪
অনন্য এক কীর্তি গড়লেন মেসি

চোটের কারণে লিওনেল মেসি মাঠের বাইরে থাকার সময় গত মার্চে ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল নিউইয়র্ক রেড বুলস। বাংলাদেশ সময় রোববার ভোরে ফিরতি ম্যাচেও প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ১-০ গোলে। 


কিন্তু মেসির নেতৃত্বে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রেড বুলসকে ৬-২ গোলে গুঁড়িয়ে দেয় মিয়ামি। ঘরের মাঠে প্রতিশোধের এই জয়ে মিয়ামির জার্সিতে প্রথম হ্যাটট্রিক করেছেন লুইন সুয়ারেজ। জোড়া গোল করেছেন মাতিয়াস রোহাস। তবে অনন্য এক কীর্তিতে তাদের ছাপিয়ে নায়ক যথারীতি মেসি। 


দলের ছয় গোলেই যে অবদান তার! নিজে এক গোল করার পাশাপাশি রেকর্ড পাঁচটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচে পাঁচ গোল বানিয়ে দেওয়ার কীর্তি নেই আর কারও।


দ্বিতীয়ার্ধে মেসির সহায়তায় ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। সমান ১০ গোল নিয়ে দুই বন্ধু এখন যৌথভাবে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা। তবে একদিক থেকে অনেক এগিয়ে মেসি। লিগে আট ম্যাচে ১০ গোল করার পাশাপাশি ১২টি গোল বানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে মেসি-সুয়ারেজের মিয়ামিও লিগ টেবিলের শীর্ষে।


শেয়ার করুন