বিনা টিকিটে রেলে ভ্রমণের দায়ে ২৫ যাত্রীকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার নিজে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
পশ্চিম রেলের শীর্ষ এই কর্মকর্তা আরও বলেন, ‘বিরতিহীন আন্তঃনগর বনলতা একপ্রেস ট্রেনে আমি বুধবার ঢাকা থেকে রাজশাহীতে আসি। এসময় আমি আমার সিটে বসে না থেকে বিনা টিকিটে ভ্রমণকারী কেউ আছে কিনা তা চেক করি। অভিযান চালিয়ে ২৫ জন যাত্রীকে পাই যারা টিকিট কাটেনি। এসময় তাদের কাছ থেকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।’
তিনি বলেন, ‘বনলতা এক্সপ্রেস ট্রেন দুপুর দেড়টার পর যাত্রীদের নিয়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। দাপ্তরিক কাজ সেরে আমিও ওই ট্রেনের যাত্রী হয়েই রাজশাহীতে ফিরছিলাম। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় ট্রেনে অভিযান অব্যাহত থাকবে।’